শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

হলিউড অভিনেত্রীর এক দশকের লড়াই ও ‘উইকেড’ সাফল্যের গল্প

Paris
নভেম্বর ২৯, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হলিউড তারকা সালমা হায়েক সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ব্লকবাস্টার মুভি ‘উইকেড’-এর সাফল্য উদযাপন করেছেন।

সিনেমাটি মুক্তির পর মাত্র কয়েক দিনের মধ্যেই বক্স অফিসে রেকর্ড ভেঙে দিয়েছে এবং বহু দর্শকের মনে পুরনো স্মৃতিকে উসকে দিয়েছে।

এক দশকের পুরনো স্বপ্ন

সালমা হায়েক তার পোস্টে প্রকাশ করেছেন, ২০১১ সালে তিনি নিজেই ‘উইকেড’-কে একটি ৮ ঘণ্টার মিনি-সিরিজে রূপ দিতে চেয়েছিলেন। সেই সময়ে এবিসি (ABC) নিউজ জানিয়েছিল যে, হায়েক এবং তার প্রোডাকশন পার্টনার জোসে তামেজ এই সিরিজটি প্রযোজনা করবেন।

তবে মেক্সিকান এই অভিনেত্রীর সেই উদ্যোগ বাস্তবে রূপ নিতে পারেনি। এর মধ্যে সিনেমার জন্য প্রস্তুতিপর্ব চলতে থাকে। এমনকি অভিনেত্রী লিয়া মিশেল এবং অ্যামি অ্যাডামসের মতো তারকাদের নাম সিনেমাটির গ্লিন্ডা এবং এলফাবা চরিত্রের জন্য বিবেচনা করা হয়।

উইকেড মুভির উদযাপন

সালমা হায়েক তার ইনস্টাগ্রাম পোস্টে একটি ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন @arianagrande, @cynthiaerivo এবং পুরো উইকেড টিমকে, যারা আমাদের পর্দায় জাদু ছড়িয়েছেন!

এই পোস্টে একটি ছবির ক্যারোসেল শেয়ার করেন হায়েক। এর প্রথম ছবিতে তাকে দেখা যায় অ্যারিয়ানা গ্র্যান্ডে-এর সঙ্গে রেড কার্পেটে। গ্র্যান্ডে সাদা গাউন এবং চমকদার নেকলেস পরে ছিলেন, যা তার ঝলমলে উপস্থিতিকে আরও মোহনীয় করে তুলেছে।

পরবর্তী স্লাইডে একটি ভিডিও-ও দেখা যায়, যেখানে সিনথিয়া এরিভো হায়েকের দিকে দৌড়ে এসে তাকে আলিঙ্গন করেন। এরিভো এই সিনেমায় এলফাবার চরিত্রে অভিনয় করেছেন। তার পরনে ছিল সবুজ এবং ধূসর রঙের সজ্জিত পোশাক, কালো নখ এবং আকর্ষণীয় দুল।

অন্যদিকে, ‘উইদআউট ব্লাড’ তারকা হায়েক পরেছিলেন লাল গাউন। ৫৮ বছর বয়সি তারকার লুক ছিল একেবারেই সিম্পল– মেকআপ ছাড়া এবং খোলা চুলে তাকে দারুণ লাগছিল।

উইকেডের আদি গল্প

‘উইকেড’ গ্রেগরি ম্যাগুয়ারের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি, যা ‘দ্য উইজার্ড অব অজ’-এর নতুন ব্যাখ্যা। উপন্যাসটি ২০০৯ সালেই একটি নন-মিউজিক্যাল অ্যাডাপটেশনের জন্য বিক্রি করা হয়েছিল। তবে সিনেমাটির মিউজিক্যাল সংস্করণ বিশ্বজুড়ে তার বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করেছে।

হায়েকের পোস্ট এবং উইকেডের সাফল্যের মধ্যে তার দীর্ঘদিনের ব্যর্থ প্রচেষ্টার কথা উঠে এসেছে। যা আবারও প্রমাণ করে যে, সৃষ্টিশীল স্বপ্ন কখনো পুরোনো হয় না।

সূত্র: যুগান্তর