শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে শাহরিয়ার কবির

Paris
নভেম্বর ২, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে।

শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় তার। এরপর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।

জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কঠোর নিরাপত্তায় দুপুর ১২টার দিকে কারা অ্যাম্বুল্যান্সে করে শাহরিয়ার কবিরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে হুইলচেয়ারে করে তাকে তিনতলায় উপপরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরনে জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় উপপরিচালকের কক্ষে হৃদরোগ, মেডিসিন, অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকরা তার স্বাস্থ্য চেক করেন। তার কয়েকটি মেডিকেল টেস্ট করা হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, রুটিন চেকআপের জন্য শাহরিয়ার কবিরকে হাসপাতালে আনা হয়েছিল। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন ও কিছু টেস্ট করা হয়। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে জটিল কোনো সমস্যা নেই।

চিকিৎসকরা তাকে ব্যবস্থাপত্র দিয়েছেন। পরীক্ষার রিপোর্টগুলো রবিবার পাওয়া যাবে। পরে সেগুলো যাচাই করে প্রয়োজন হলে নতুন ব্যবস্থাপত্র দেওয়া হবে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহরিয়ার কবিরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার জটিল কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর মধ্য রাতে শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে তাকে আদালতের নির্দেশে প্রথমে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সর্বশেষ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Spiring 2025 New Design

সর্বশেষ - আইন আদালত