মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্টোকসকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড

Paris
আগস্ট ১৩, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:

মাঝে লম্বা সময় ইনজুরিতে ভুগেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। একই কারণে মাঠের বাইরে ছিলেন নিয়মিত বিরতিতে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ছিলেন কেবল ব্যাটসম্যানের ভূমিকায়। অলরাউন্ড সত্তা ফিরে পেতে নিজেকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরিয়ে নিয়েছিলেন। এরপর ধীরে ধীরে বোলিংয়ে ফেরা এই তারকা এবার বড় দুঃসংবাদ দিলেন ইংলিশদের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ খেলার সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।

বাঁ পায়ের এই চোট শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে দিয়েছে স্টোকসকে। নর্দার্ন সুপারচার্জার্সের ম্যাচে চোট পেয়ে তিনি গতকাল মাঠ ছেড়েছিলেন অশ্রুভেজা চোখে। তার পায়ের চোট যে গুরুতর সেটি তার প্রতিক্রিয়া দেখেই টের পাওয়া গিয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা এলো স্ক্যান প্রতিবেদন পাওয়ার পর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে তার ছিটকে যাওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ২১ আগস্ট থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে শ্রীলঙ্কা। এই সিরিজে স্টোকসের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ওলি পোপ। বিবৃতিতে ইসিবি বলছে, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস পুরো গ্রীষ্ম মৌসুমের জন্য ছিটকে গেছেন। গত রোববার হান্ড্রেডের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের পর মাঠ ছেড়েছিলেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না স্টোকস। তবে আশা করা হচ্ছে এই অলরাউন্ডার অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ফিরবেন।

পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজ শুরু হবে ৭ অক্টোবর থেকে। এদিকে, লঙ্কানদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ইংলিশরা তারকা ওপেনার জ্যাক ক্রাউলিকেও পাচ্ছে না। আঙুুলে চিড় ধরায় তিনি ছিটকে গেছেন এই সিরিজ থেকে। এ ছাড়া হান্ড্রেডে কিছুটা চোটের অস্বস্তিতে ছিলেন আরেক ইংলিশ পেসার ক্রিস ওকস। স্টোকসের চোট নিশ্চিত হওয়ার পর তাকেও সতর্কতা স্বরূপ ওই টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে ইসিবি।

সর্বশেষ - খেলা