নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের ল্যাপটপ চুরির ঘটনায় সেই প্রধান শিক্ষকের মামা শ্বশুর মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ সিল্কসিটি নিউজকে বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহব্বতপুর গ্রামের ইউনুস আলী ছেলে মাসুদকে গ্রেফতার করে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুদ একজন পেশাদার চোর। ইতিপূর্বে সে এলাকায় একাধিক চুরি ঘটনা ঘটিয়েছে। প্রধান শিক্ষক আবদুল আলীম শেখের ক্ষমতার দাপটে তার মামা শ্বশুর এই সব অপকর্ম চালাতেন। এর আগে গত ১৪ জুলাই রাতে মহব্বতপুর উচ্চ বিদ্যালয় থেকে চুরি হয় ৪টি ল্যাপটপ। এ ঘটনায় প্রধান শিক্ষক আবদুল আলীম বাদী হয়ে এমএলএস (দপ্তরী) আসাম উদ্দিনকে আসামি করে মোহনপুর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ আসামি হিসেবে নৈশ্য প্রহরী আটক করে জেলহাজতে প্রেরণ করে। সেই দিন প্রধান শিক্ষকের মামা শ্বশুর মাসুদ রানার বাড়ি থেকে হারানো চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
নৈশ্য প্রহরী গত ২৭ জুলাই জামিনে মুক্তি পান।
স/অ