টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও সাকিব আল হাসান ও নাঈম শেখের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারের জায়গায় দলে এসেই নাঈম হাঁকিয়েছেন দুর্দান্ত অর্ধশতক।
মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম ওভারেই ২১ রানে লিটন দাস ও মেহেদি হাসানকে হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন সাকিব ও নাঈম। তবে ২৯ বলে ৪২ রান করে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন সাকিব। এরপর ফিরে যান নুরুল হাসান সোহানও (৩)।
প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ১৫ দশমিক ১ ওভারে ওভারে ৪ উইকেটে ১১৮ রান। নাঈম শেখ ৪৭ বলে ৪টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৬২ রান নিয়ে ব্যাট করছেন। আফিফ হোসেন অপরাজিত আছেন ২ রানে।
স্কটিশদের বিপক্ষে হারায় বিশ্বকাপটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভে উঠতে হলে আজ ওমানের বিপক্ষে জয়টা খুবই দরকার রিয়াদবাহিনীর।
সূত্রঃ কালের কণ্ঠ