রবিবার , ২৬ আগস্ট ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সোমবার থেকে এশিয়া কাপের ক্যাম্প শুরু

Paris
আগস্ট ২৬, ২০১৮ ৮:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঈদের আগে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলের সামনে এখন এশিয়া কাপ। আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে।

এশিয়ার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার সকাল ৯টা থেকে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ অনুশীলন ক্যাম্পের প্রথমদিকে থাকছে ফিটনেস ও রানিং।

অনুশীলন ক্যাম্পে এশিয়া কাপের প্রাথকিম দলে সুযোগ পাওয়া (৩১) সব ক্রিকেটারদের থাকার কথা রয়েছে। তবে প্রথম দিকের ক্যাম্পে থাকতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। রিয়াদ ক্যারিবীয়ান প্রিয়ার লিগে খেলায় ব্যস্ত। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন পবিত্র হজ পালনে।

কোচিং স্টাফদের মধ্যে সবার আগে ঢাকায় এসেছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। সোমবার সকালে এসেই ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে প্রধান কোচ স্টিভ রোডসের।

আগামী মাসের শুরুতে জাতীয় দলের স্কিল অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই জাতীয় দলের ব্যাটিং পরামর্শক নীল ম্যাকেঞ্জি এবং পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালসের ঢাকায় আসার কথা রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

 

সর্বশেষ - খেলা