রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন: আরও পাঁচজন গ্রেফতার

Paris
নভেম্বর ৩, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২ নভেম্বর) ভাষানটেক ও কাফরুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গ্রেফতারকৃতরা হলেন, আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল।

এতে বলা হয়, গতকাল শনিবার ভাষানটেক ও কাফরুল অভিযান চালিয়ে প্রথমে তাদেরকে আটক করে সেনাবাহিনী। পরে জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়া, দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কচুক্ষেত এলাকায় কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন শুরু করেন। এতে মিরপুর ১৪ নম্বর থেকে সেনানিবাসমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসলে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। একপর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।সূত্র: যুগান্তর

Spiring 2025 New Design

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি