মঙ্গলবার , ১৩ নভেম্বর ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে রাজশাহীর পদ্মাপাড়ে পূণ্যার্থীদের মিলন মেলা

Paris
নভেম্বর ১৩, ২০১৮ ৬:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সূর্য পূজা। আজ মঙ্গলবার বিকেল রাজশাহীর পদ্মা নদীতে ভক্ত ও পূণ্যার্থীরা এ পূজা করে। এসময় পূণর্ভবায় পূণ্যার্থীদের মিলন মেলায় পরিনত হয় পদ্মাপাড়।

Image may contain: one or more people, ocean, outdoor, water and nature

বিকেলে পূণ্যার্থীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পদ্মা নদীর তীরে উপস্থিত হয়। সূর্য্য অস্ত যওয়ার পূর্ব মুহূর্তে পূণ্যার্থীরা নদীতে গোসল এবং হাটু পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করে। সূর্য অস্ত যাওয়ার পর তারা ফিরে যান।

Image may contain: 1 person, standing, ocean, sky, outdoor and water

পরের দিন সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা করেন। নদীতে স্নান এবং শরবত পানের মধ্যে দিয়ে শেষ হয় পূজা।

Image may contain: 1 person, sitting, ocean, water and outdoor

এসময় একে অন্যকে আবির মাখিয়ে দেন পূণ্যার্থীরা। মনোবাসনা পূর্ণ,আপদ-বিপদ দুরীকরণসহ বিভিন্ন মানত পূরণে হিন্দু ধর্মাবলম্বীর হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায় এ পুজা করে আসছে।

Image may contain: one or more people, people standing, sky, outdoor and nature

কালী পূজার পর শুক্লা পক্ষের ষষ্টি তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা হয়ে আসছে।সূর্য পূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছট পূজা।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর