সোমবার , ১৭ জুন ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুপার এইটে বাংলাদেশ ম্যাচে বৃষ্টির শঙ্কা

Paris
জুন ১৭, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। পাকিস্তান তো বিদায়ই নিয়ে ফেলেছে বৃষ্টি বিড়ম্বনায়। আবার একই কারণে কয়েকটি ম্যাচ শেষ করতে হয়েছে ওভার কমিয়ে। সুপার এইট পর্ব শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়াও চিন্তায় রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান অঞ্চলের বৈরি আবহাওয়া চোখ রাঙাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোতে। এই পর্বে অবশ্য যুক্তরাষ্ট্রে আর কোনো ম্যাচ নেই। সুপার এইটের ম্যাচগুলি হবে বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। এই চার জায়গাতেই জুন মাসের বাকি দিনগুলোতে আছে বৃষ্টির সম্ভাবনা। সে তালিকায় আছে বাংলাদেশের ম্যাচগুলোও। টাইগারদের তিন ম্যাচেই হানা দিতে পারে বৃষ্টি।

বার্বাডোজে সুপার এইটের তিনটি ম্যাচ-সহ রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ২০ জুন ভারত-আফগানিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাকি তিনটি ম্যাচের দিনেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২২ জুন আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিন ৬০ শতাংশ এবং ২৪ জুন আমেরিকা-ইংল্যান্ড ম্যাচের দিন ৪৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে ২৯ জুনের ফাইনালেও।

সেন্ট লুসিয়ায় সুপার এইটের তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এখানেই হবে ২৪ জুন শক্তিশালী দুই ফেবারিট ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ। সেদিনও এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেন্ট ভিনসেন্টে সুপার এইটের দু’টি ম্যাচ হওয়ার কথা। যার একটি ম্যাচ বাংলাদেশের। ২৫ জুন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা আছে। আবার ২৩ জুন অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ।

অ্যান্টিগায় সুপার এইটের চারটি ম্যাচ হওয়ার কথা। ১৯ জুন দক্ষিণ আফ্রিকা-আমেরিকা, ২১ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ, ২২ জুন ভারত-বাংলাদেশ এবং ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। চার দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যান্টিগায়।

 

সর্বশেষ - খেলা