বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিনওয়ারসহ ৬ হামাস নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন যুক্তরাষ্ট্রে

Paris
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলা এবং সেটির পরিকল্পনা, সমর্থন এবং নির্দেশ প্রদানের জন্য গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের ৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিনওয়ার ব্যতীত হামাসের বাকি যে ৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে, তাদের তিন জনই ইতোমধ্যে নিহত হয়েছেন। এরা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, গোষ্ঠীটির সামরিক শাখার সাবেক প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফ এবং ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা।

যারা এখনও জীবিত আছেন, তারা হলেন গোষ্ঠীটির দোহা শাখার প্রধান খালেদ মেশাল এবং লেবানন শাখার প্রধান আলী বাকারা।

এর আগে গত ফেব্রুয়ারিতে হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন আইনজীবীরা। ৬ মাস পর সেই আপিলে সাড়া দিলেন সুপ্রিম কোর্ট।

মঙ্গলবারের বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “ইরান-হিজবুল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তাপুষ্ট এই অভিযুক্তরা ইসরায়েলে পরিকল্পিত হামলা চালিয়েছিলেন। তাদের হামলার লক্ষ্য ছিল ইসলায়েলকে ধ্বংস করা।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা যে হামলা চালিয়েছিল, তাতে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। এই নিহতদের মধ্যে ৪০ জন মার্কিন নাগরিকও ছিলেন।

অতর্কিত সেই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত প্রায় ১১ মাসের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৮০০ জন ছাড়িয়েছে।

সূত্র : রয়টার্স

 

সর্বশেষ - আন্তর্জাতিক