নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-১ এর মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এলআইএলজি) কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কর্মসূচি ঢাকায় এনআইএলজিতে অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
২৩-২৭ সেপ্টেম্বর পাঁচ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দুইদিন ঢাকায় এনআইএলজিতে পরবর্তী দুইদিন মাঠ পর্যায়ে সিলেট সিটি কর্পোরেশনে এবং শেষ দিন এনআইএলজিতে অনুষ্ঠিত হবে। এ দিকে সম্প্রতি খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ‘সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনে আসেন।