শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিংড়ায় জোড়া খুনের ঘটনায় ৪ নারী গ্রেফতার

Paris
আগস্ট ৬, ২০১৬ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

নাটোরের সিংড়া উপজেলায় সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে সিংড়া ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের আফাজ ফকিরের মেয়ে আসমা খাতুন (২৭), ইউনুস আলীর স্ত্রী রেনুকা বেগম (৩৮), সানোয়ারা বেগম (৩৫) ও ইয়াছিন আলীর স্ত্রী হালিমা বেগম (২০)।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের চার নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সিংড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে-যোগ করেন ওই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোজাফফর হোসেন মোজা (৪০) ও তার ভাই হাসেম আলীকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোজার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে শুক্রবার ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

স/আর

 

সর্বশেষ - রাজশাহীর খবর