নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারপিটের ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে, এখানে মন্ত্রীর আত্মীয় স্বজন বলে কেউ ছাড় পাবে না।
শুক্রবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দেলওযার হোসেনকে দেখতে গিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব কথা বলেন।
এসময় তিনি দেলওয়ারের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি দেলওয়ারের উপর হামলার ঘটনায় যারাই জড়িত হোক না কেন, তাদের আইনের আওত্বায় এনে বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। এছাড়া আহতের পরিবারের সদস্যের সাথে দেখা করেন পলক। এসময় এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
স/আর