বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাপাহারে শিশু বিবাহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Paris
আগস্ট ১৮, ২০১৬ ৯:৪৬ অপরাহ্ণ

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে শিশু বিবাহ বিষয়ক গবেষনালদ্ধ ফলাফল উপস্থাপন ও করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বে-সরকারী সংস্থা বরেন্দ্র সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও), বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এবং একশন এইড বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক আকতার হোসেন এর সভাপতিত্বে ও ব্যাবস্থাপনায় কোঅর্ডিনেটেড লাইভলীহুড ইনিশিয়েটিভ ফর ম্যাক্সিমাম এ্যাডাপটেশন টু ইনভাইরনমেন্ট (ক্লাইমেট) প্রকল্পের পক্ষ থেকে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থার শিশু বিবাহ বিষয়ক গবেষনালদ্ধ ফলাফলের উপর করণীয় সম্পের্কে বিস্তারিত আলোচনা করেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ড.মুহাম্মাদ আমিনুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর ডি. আমিনুল ইসলাম,  ছালে মাহমুদ এ্যাসি: প্রফেসর রাবি, একে আনোয়ার হোসেন এ্যাসি: প্রফেসর রাবি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ওমর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান  মোরশেদা পারভীন, সাদ আহম্মেদ শামীম ডেপুটিম্যানেজার একশান এইড বাংলাদেশ, ইউপি চেয়ারম্যান আকবর আলী, আতোয়ার হোসেন বিএসডিও, একশন এইডের প্রতিনিধি জিনাত হাসিব প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

উপজেলার পাতাড়ী ইউনিয়নে শিশু বিবাহের কারণ ও প্রভাব বিষয়ে গবেশণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গবেষক ইতি রানী বিশ্বাস ও  আরিফুল ইসলাম। এসময় উক্ত কর্মশালায় উপজেলার সকল বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর