- 27Shares
সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে সংগীত,আবৃত্তি ও ৭মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সোহরাব হোসেন,উপজেলা প্রানী সম্পদ(ভারপ্রাপ্ত) কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ইসফাত জেরিন মিনা, একাডেমীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কুন্ডু উপজেলা (জনস্বাস্থ্য) প্রকৌশলী,শিক্ষক আব্দুল মমিন,মিতালী বর্মন,প্রদীপ সাহা,উৎপল সরকার প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।
স/আ.মি