সোমবার , ১৫ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাপাহারে জাতীয় শোক দিবস উদযাপন

Paris
আগস্ট ১৫, ২০১৬ ২:২৮ অপরাহ্ণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ’র নের্তৃত্বে উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সর্বস্থরের জনসাধারনের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ’র সভাপতিত্বে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর বিশেষ গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, মৎস্য অফিসার শাম্মী শিরীন, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, নির্বাচন অফিসার মহা: তোজাম্মেল হক, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা শাখার সভাপতি নুরুল হক মাষ্টার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ।

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর