বৃহস্পতিবার , ৭ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাপকে আক্রমণ করে ইঁদুরছানা রক্ষা করল মা ইঁদুর

Paris
জুলাই ৭, ২০১৬ ১১:০১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইঁদুর যে সাপের খাদ্য একথা সবাই জানে। তাই বলে সব সময় যে ইঁদুর সাপকে সমীহ করে চলবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। সম্প্রতি এমনই এক ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক।
ভিডিওতে দেখা যায়, ইঁদুরের আক্রমণে সাপ পিছু হটতে। তবে এক্ষেত্রে ইঁদুরের ছানাকে নিয়ে গিয়েছিল তার শত্রু- সাপ। এরপর সেই সাপকে আক্রমণ করে ইঁদুরের মা। অবশেষে পালিয়েই বাঁচে সাপটি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মায়ামির বায়োলজিস্ট ডানা ক্রেমপেলস বলেন, ‘ইঁদুরেরা হয়ে উঠতে পারে হিংস্র। হত্যাও করতে পারে।’
তবে ইঁদুরের আকার খুব একটা বড় হয় না বিধায় বিষয়টা কিছুটা স্বস্তির বলেও মনে করেন তিনি। এ বিষয়ে ক্রেমপেলস আরও বলেন, ‘এটা একটা ভালো বিষয় যে, ইঁদুরেরা বড় হয় না। তাহলে আমরা বিপদে পড়তাম।’
গবেষকরা আরও বলছেন, ইঁদুরটি তার ছানাকে বাঁচানোর জন্য এমন করছে। প্রাণীরা মাতৃত্বের কারণে কত ভয়ংকর হয়ে উঠতে পারে, তার প্রমাণ এ ঘটনা।
ভিডিওটি ধারণ করা হয়েছে ইটালির নেপলসে। গত সপ্তাহে ধারণকৃত এ ভিডিওটি দেখে অনেকেই চমৎকৃত হয়েছেন।
ভিডিও

https://www.youtube.com/watch?v=L47FWfhYM5Y

সর্বশেষ - আন্তর্জাতিক