জাতীয় দলের বর্তমান অধিনায়কের তিন আসন থেকে মনোনয়ন সংগ্রহ নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তার মতে, ক্রিকেট ছেড়ে এখনই রাজনীতিতে আসা উচিত হবে না সাকিবের।
মিশা বলেন, ‘আমাদের আবেগের সবচেয়ে বড় জায়গার নাম হচ্ছে ক্রিকেট। সেই ক্রিকেটের নায়ক সাকিব। সে যদি এখন রাজনীতিতে চলে আসে, কেমন হবে? রাজনীতি মানে হচ্ছে―হয় মানুষ তোমার পক্ষে আসবে না হয় বিপক্ষে। বিপক্ষের মানুষ সমালোচনা করবে। কিন্তু খেলার ক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক জায়গায়।’
মিশা সওদাগর চান, সাকিব এখনই রাজনীতিতে না আসুক। তিনি বলেন, ‘এই দেশে অনেক মা-বাবা তার সন্তানকে একজন ক্রিকেটার সাকিব বানাতে চান। রাজনীতিবিদ সাকিব বানাতে চাইবেই না। তাই রাজনীতি বাদ দেওয়া উচিত। ওর ক্রিকেট নিয়ে থাকা উচিত।’