মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাকিবের অবসরের সিদ্ধান্তে ‘অবাক’ হাথুরুসিংহে

Paris
অক্টোবর ১, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে আর দেখা যাবে না তাকে। এই মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে ছাড়তে চান টেস্ট ক্রিকেট। দুই ফরম্যাট থেকে সাকিবের অবসরের সিদ্ধান্ত নিয়ে প্রথমবার গণমাধ্যমে কথা বলেছেন জাতীয় ক্রিকেট দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজকে সাকিব তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো একই বিকল্প খুঁজে পাবেন না।’

এদিকে সাকিব ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে অবসর নিতে চাইলেও সে চাওয়া কতটা পূরণ হবেুতা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে নিরাপদ বোধ করছেন না আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। তাই বিসিবির কাছে বিশেষ নিরাপত্তার আবেদন করেছিলেন তিনি।

তবে বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় আর দশজন খেলোয়াড়ের মতোই তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাকিবের বাড়তি নিরাপত্তার আবদারকে ‘অবান্তর’ আখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে হাথুরুসিংহেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটাই (কানপুর টেস্ট) সাকিবের শেষ টেস্ট ম্যাচ কি না, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’

সাকিব যদি না খেলেন, ওই অবস্থায় দলের পরিকল্পনা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর থেকে মিরপুরে প্রথম এবং ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা