বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক ‘সাউথ এশিয়া গোল্ডেন পিস’ অ্যাওয়ার্ড পাচ্ছেন। সাংগঠনিক দক্ষতাও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই এ্যাওয়ার্ড ২০২২মনোনীত করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টায় সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের উদ্দ্যোগে ঢাকা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়নে তাকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
জানা গেছে, সংগঠনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করণীয় শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু। সভাপতিত্ব করবেন সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের চেয়ারম্যান আতাউল্লাহ খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এসএম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে থাকবেন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিকনির্দেশনায় আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছি। সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের তদন্তে আমাকে মনোনীত করে সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি ১৫ অক্টোবর গোল্ডেন এ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবো।
এনামুল হককে ২০২১ সালের ৬ নভেম্বর করোনা মহামারিতে জনসচেতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিলো।
জি/আর