বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সহজ জয়ে শুরু বাংলাদেশের

Paris
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষই পেয়েছিল বাংলাদেশ। ছেলেরা খেলেছে লেসোথোর বিপক্ষে, মেয়েদের প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া। দুই বিভাগেই ৪-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

অলিম্পিয়াডের ওপেন বিভাগে এবার ১৯৭টি দেশ খেলছে।

তার মধ্যে বাংলাদেশ র্যাংকিংয়ের ৬৫তম স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করেছে। সেখানে আফ্রিকান লেসোথোর র্যাংকিং ১৬৮। ফাহাদ-মননদের এই ম্যাচ জিততে তাই কোনো সমস্যাই হয়নি। প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রেটিং ১৯০০।

ফিদে মাস্টার পর্যন্ত নেই কেউ। বাংলাদেশের হয়ে ওপেন বিভাগের এই ম্যাচে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মনন রেজার সঙ্গে খেলেছেন দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ও নিয়াজ মোরশেদ।
মেয়েদের বিভাগেও সেন্ট লুসিয়ার খেলোয়াড়দের রেটিং অনুলে­খযোগ্য। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি র্যাংকিংয়ে বাংলাদেশের (৬২) চেয়ে ৯২ ধাপ পিছিয়ে।

মেয়েদের দলে এদিন খেলেছেন নোশিন আঞ্জুম, ওয়ালিজা আহমেদ, ওয়াদিফা আহমেদ ও নসুরাত জাহান। তবে হেসে-খেলে শুরুর পরের দিন আজ দ্বিতীয় রাউন্ডেই শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশের দুই দল। রাতে ছেলেরা মুখোমুখি হয়েছে ভিয়েতনামের। এই টুর্নামেন্টে যারা ২১তম স্থানে থেকে খেলছে এবং দলে তিনজন গ্র্যান্ডমাস্টার। ওদিকে মেয়েদের প্রতিপক্ষ ২২তম স্থানে থাকা রোমানিয়া।

ছেলেরা গত অলিম্পিয়াডে ৬৬তম ও মেয়েরা ৫৬তম হয়।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা