বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সময় খারাপ ভয় পাচ্ছি, সতর্ক থাকতে হবে: কাদের

Paris
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
তবে সময় খারাপ। এবার ভয় পাচ্ছি। এবার অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ওই ধরনের ঘটনা ঘটাতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও মিছিল উদ্বোধনের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শ্রীকৃষ্ণ আমাদের জন্য যে পাঁচটি উপদেশ রেখে গেছেন, তা এত বছর পরও প্রাসঙ্গিক। সবাইকে মনে রাখতে হবে। শ্রীকৃষ্ণকে লালন করতে হবে। শান্তি যেন বজায় থাকে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশে গত সাড়ে ১৪ বছরে এটি প্রমাণিত হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের শেখ হাসিনা ছাড়া আর কোনো আপন মানুষ নেই।

তিনি বলেন, মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দু ভাই-বোনদের পাশে থাকবেন। তাদের বাড়িঘর, মন্দির যেন অশুভ শক্তি ক্ষতি না করতে পারে। তাদের পাশে আপনাদের থাকতে হবে। মন্দিরে, বাড়িঘরে, মণ্ডপে আপনাদের নিরাপত্তা দিতে হবে।

কাদের বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে সতর্ক অবস্থায় আছে। আর তিন সাড়ে তিন মাস আছে নির্বাচনের। এই নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি তৎপর। এই অশুভ শক্তি জামায়াতকে সাথে নিয়ে তৎপর। এবার তারা ড. ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায়। তারা ইউনূসকে নিয়ে আবারও এক-এগারো ঘটাতে চায়।

উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ খেলা খেলতে চায়। আজ শেখ হাসিনার সরকারের পাশে আপনাদের দাঁড়াতে হবে। এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।

এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও মিছিলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ সার্বজনীন পুজা কমিটি, হিন্দু মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি