নিজেস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবির) এক সাবেক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (৭ মে) নাটোর বনপাড়া এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল ও গাড়ির মধ্যে সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত শিক্ষার্থীর নাম শামীম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনা সূত্রে জানা গেছে, ঘটনার দিন শামীম পাবনায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বনপাড়া হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মারা যান। গাড়ির সাথে সংঘর্ষে রাস্তায় পড়ে যান তিনি। এমতাবস্থায় অন্য একটি গাড়ি তার দু’পায়ের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নিহত হন হন তিনি। সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জানা গেছে।