সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশে আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৯৮১ সালে দিল্লি থেকে দেশ ধ্বংস করতে এসেছিলেন। ২০২৪ সালে তিনি দিল্লিতেই ফিরে গেছেন।’
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার ইলিয়টগঞ্জ অঞ্চলের আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সাঈদী পুত্র বলেন, মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাথা। শেখ মুজিব ক্ষমতায় আসার পর বিরোধী মতের ১০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল। তখন মাত্র চারটি পত্রিকা চালু রেখেছিল।
বাকস্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। ইসলামী রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছিল শেখ মুজিব।
তিনি জানান, ভারত বিরোধী আগ্রাসনের বিরোধিতা করায় জামায়েত নেতাদেরকে অন্যায়ভাবে ২০০৯ সাল থেকে গ্রেপ্তার করা শুরু হয়। এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছিল।
তাই তিনি ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করে শহীদ হওয়া জামায়েত নেতা ও ২৪ সালে ছাত্রজনতার আন্দোলনে শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণার দাবি জানান।
মাসুদ সাঈদী বলেন, ২৪ এর শহীদের প্রত্যেকের পরিবার থেকে একজন করে সরকারি চাকরির ব্যবস্থার করতে হবে। আহতদের উন্নত চিকিৎসা করতে হবে। পাঠ্য বইয়ে ইসলামের ইতিহাস লিপিবদ্ধের পাশাপাশি জামায়াত নেতাদের ত্যাগের ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সূত্র: কালের কণ্ঠ