সিল্কসিটিনিউজ ডেস্ক :
স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিচ্ছেদ-গুঞ্জনের মাঝেই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। সিনেমায় তার চরিত্র অর্জুনকে তার স্ত্রীর থেকে আলাদা হিসেবেই দেখানো হয়েছে। যাদের একটি মেয়েও রয়েছে।
Advertisement
সম্প্রতি সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, শুটিং সেটে এমনও উদাহরণ রয়েছে, যখন বাবা-মেয়ের দৃশ্যের শুটিং হতো, অভিষেক তখন বেশ ‘আবেগপ্রবণ’ হয়ে পড়তেন।
স্লাইস অফ লাইফ ড্রামার শুটিংয়ের সময় তিনি এবং অভিষেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘খুব। কারণ তিনি একজন বাবা। এমন অনেক দৃশ্য আছে যেখানে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আমারও মেয়ে আছে, ওরও আছে। সেটা তো ছাপ ফেলবেই ওর কাজে। আমার ক্ষেত্রেও তাই। তিনি নিজেকে রিলেট করে ফেলতেন কখনো না কখনো। যদিও আমার সঙ্গে সেভাবে এ নিয়ে কখনো কথা বলেননি। তারপর এই সিনেমা সত্যি ঘটনা আছে, সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি।’
‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি ক্যান্সার থেকে বেঁচে যাওয়া অর্জুন দাসের বাস্তব জীবন অবলম্বনে নির্মিত। এটি গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং এতে জনি লিভারও অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে রনি লাহিড়ির রাইজিং সান ফিল্মস।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারেও অভিষেককে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়, মেয়ে আর বউয়ের কথা বলতে বলতে।
অভিনেতা বলেন, আমার পরিবার ও আমি খুব ভাগ্যবান যে, আমি বাইরে গিয়ে সিনেমা করতে পেরেছি। কারণ আমি জানি যে, ঐশ্বরিয়া আরাধ্যার সঙ্গে বাড়িতেই আছেন এবং এর জন্য আমি অ্যাশকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমার মনে হয় না শিশুরা এভাবে চিন্তা করে। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখে না।
অভিষেক বলেন, বাচ্চাদের কাছে মা-বাবাই সবার আগে।
অভিষেককে ভবিষ্যতে বি হ্যাপি, হাউসফুল-৫ এবং কিং নামক তিনটি সিনেমায় দেখা যাবে। অন্যদিকে ঐশ্বরিয়া রাই সর্বশেষ ২০২৩ সালে ‘পোন্নিয়িন সেলভান-২’ সিনেমায় অভিনয় করেছিলেন।
সম্প্রতি গত বুধবার দুবাইয়ের এক অনুষ্ঠানে নারী অধিকার নিয়ে বক্তব্য দেন ঐশ্বরিয়া। তবে সেখানে তার বলা কথার চেয়েও যা নিয়ে বেশি চর্চা হয়, সেটা হলো- ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’-এর পরিবর্তে টাইটেল কার্ডে লেখা ‘ঐশ্বরিয়া রাই’। যা তাদের ডিভোর্সের গুঞ্জনকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
সূত্র: যুগান্তর