সোমবার , ১৫ আগস্ট ২০১৬ | ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শুক্রবার দেশে ফিরছেন মুস্তাফিজ

Paris
আগস্ট ১৫, ২০১৬ ৬:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার দেশে ফিরে আসবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এরআগে গত বৃহস্পতিবার লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। ডা. এন্ড্রু ওয়ালেসের মাধ্যমেই বাংলাদেশের কাটার মাস্টারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

জানা গেছে, দেশে ফেরার আগে মুস্তাফিজকে আরও একবার দেখবেন ডা. এন্ড্রু ওয়ালেস। মুস্তাফিজকে দেখার সম্ভাব্য তারিখ আগামী বুধবার।

প্রসঙ্গত, সাসেক্স ছেড়ে দেওয়ার পর মুস্তাফিজ যুক্তরাজ্যপ্রবাসী এ জি এম সাব্বিরের বাসায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচারের পর দুই রাত হাসপাতালে কাটিয়ে ছাড়া পেয়েছেন গত শনিবার। এরপর পূর্ব লন্ডনের ডেগেনহাম এলাকায় মুস্তাফিজকে নিয়ে বোনের বাসায় উঠেন সাব্বির।

এই অস্ত্রোপচারের কারণে মুস্তাফিজকে প্রায় ৫ মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে। রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক মতো চললে ৫ থেকে ৬ মাসের মধ্যেই তিনি ২২ গজে ফিরে আসতে পারবেন। ইনজুরির কারণে মুস্তাফিজের ইংল্যান্ড সিরিজের পাশাপাশি বিপিএল-এর চতুর্থ আসর এবং নিউজিল্যান্ড সফর মিস হচ্ছে।

উল্লেখ্য, কাঁধের চোট সারাতে গত ২ আগস্ট ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মুস্তাফিজের কাঁধের চিকিৎসা করতে পারবেন না। ফলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হন মুস্তাফিজ। দ্রুত মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করিয়ে নিতে ওয়ালেসকে বেছে নেয় বিসিবি।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা