শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

Paris
নভেম্বর ৮, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুব এশিয়া কাপ শুরু হতে আর ২১ দিন বাকি। সময় ঘনিয়ে আসায় আজ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী ২৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম দিনই মাঠে নামাবে বাংলাদেশের যুবারা। শিরোপা ধরে রাখার মিশনে দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

সর্বশেষ টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা ও নেপাল। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ নেপাল। আর গ্রুপের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ডিসেম্বর।

তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে দুবাইয়ে। দুবাই ছাড়াও এবারের টুর্নামেন্টের ম্যাচ হবে শারজায়। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ৬ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনালই।

আর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পর্দা নামবে ৮ ডিসেম্বর। ফাইনালটি হবে দুবাইয়ে।

 

সূত্র: কালের কণ্ঠ