নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মনাকষা ইউনিয়নে রোববার গভীর রাতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী কাইয়ুম শেখ নিহত এবং জাল টাকাসহ মাদক ব্যবসায়ী ফিরোজ আহত হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে এলাকার মানুষেরা আনন্দ উল্লাস করে একে অপরকে মিষ্টি খাওয়ানো শুরু করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তি দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে মাদক ও জাল টাকার ব্যবসা করে আসছিল। উভয়ের দাপটের কারণে অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক মনাকষা ইউনিয়ন পরিষদের এক সদস্য এ মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসের কথা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানিয়েছে, আহত ফিরোজ আলী জাল টাকার ব্যবসা করে এলাকায় আলিশান বাড়ি নির্মাণ করেছেন। ফিরোজের দাপটে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায়নি।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক আবদুস সালাম জানান, আহত ফিরোজের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় জাল টাকা ও মাদকের ৫টি মামলা রয়েছে।
এবিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মনাকষা এলাকা থেকে কয়েকজন তাঁকেও আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণের খবর জানিয়েছেন।
স/শা