নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন শিবগঞ্জ পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন সৈয়দ মনিরুল ইসলাম। বুধবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্রটি তার হাতে তুলে দেয়া হয়।
এই ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম জানান তিনি আসন্ন তৃতীয় দফা পৌর নির্বাচনে অংশ নিয়ে শিবগঞ্জ পৌরসভা টি আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান।এই জন্য তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
স/রি