মঙ্গলবার , ৩ জুলাই ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘শিক্ষার্থীদের ওপর হামলার কথা না জানা প্রক্টর চাই না’

Paris
জুলাই ৩, ২০১৮ ৮:৪৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, কোটা সংস্কার আন্দোলকারীদের ওপর হামলার বিষয়ে কেউ এখনো আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থীদের কাছে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, সকালে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এর আগে রাজু ভাস্কর্যের সামনে দুপুর ১২টার দিকে সমাবেশ করেন তারা। পরে নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা দুপুর পৌনে ১টার দিকে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর রুমের সামনে অবস্থান নেন। এ সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে। প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকার পর রুম থেকে বের হয়ে আসেন তিনি।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, গত ২৩ জানুয়ারি ছাত্রদের হামলায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা খুঁজে চিহ্নিত করেন বিশ্ববিদ্যালয়ে কারা হুমকিস্বরূপ, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব।

পরে তিনি চলে গেলে ‘শিক্ষার্থীদের উপর হামলার কথা না জানা প্রক্টর চাই না, চাই না’ এমন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - জাতীয়