সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:
এক জন সবে বাবা হয়েছেন। আর এক জন আগামী কয়েক মাসের মধ্যে মা হবেন। তাঁরা নাকি এক কালে প্রেমিক-প্রেমিকা ছিলেন। অন্তত বলি মহলের গসিপ সে কথাই বলে। তাঁরা হলেন শাহিদ কপূর এবং করিনা কপূর খান। কিন্তু, প্রেম ভেঙে গেলেও তাঁদের মধ্যে তিক্ততা তৈরি হয়নি। আর তাই সদ্য বাবা হওয়া শাহিদকে অভিনন্দন জানালেন করিনা।
গত সোমবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন শাহিদ কপূর এবং মীরা রাজপুত। তার আগে শাহিদের বাবা হওয়ার খবর পেয়েই কনগ্র্যাচুলেশন মেসেজ পাঠিয়েছিলেন করিনা। জানা গিয়েছে, শাহিদের সঙ্গে একটি ছবিতে অভিনয়ও করছেন সইফ আলি খান।
তাই শাহিদ-করিনার সম্পর্ক ভেঙে পড়ার পর তিক্ততা অনেকটাই কেটেছে দুই পরিবারে। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন করিনা। মা হওয়ার পর করিনার প্রতি শাহিদও এমন বন্ধুত্বপূর্ণ ব্যবহার দেখান কি না এখন সেটাই দেখার।
সূত্র: এবিপি