বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শান্তির বাগমারায় অস্ত্রবাজি করে অশান্ত করার চেষ্টা করবেন না। অস্ত্রবাজি করে জনগণের মন জয় করা যায় না। এক সময়ের রক্তাক্ত জনপদে এখন শান্তির সুবাতাস বইয়ে।
তিনি আরো বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণকে বাদ দিয়ে নিজের হাতে কেউ ক্ষমতা রাখতে পারেনি। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আগামী একাদশ নির্বাচন উন্নয়নের নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সবাই নৌকার পক্ষে কাজ করুন। উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
বুধবার বিকেলে উপজেলার তাহেরপুর পৌরসভায় আগামী একাদশ নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি।
তাহেরপুর পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও পৌর আ’লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার গুলবর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, যুবলীগের সভাপতি আল-মামুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অলিন কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক ও তাহেরপুর পৌর নির্বাচনের আহ্বায়ক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, লোকমান আলী, কাউন্সিলর হাচেন আলী, বকুল খরাদী, আকবর আলী, উপজেলা মহিলা লীগের সভাপদি মরিয়ম বেগম, জেলা পরিষদ সদস্য মাহামুদুর রহমান রেজা, যুব নেতা রেজাউল করিম রেজা, তাহেরপুরের কেন্দ্র আহ্বায়ক আমজাদ হোসেন মৃধা, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, কেন্দ্র সচিব মাসুদ রানা, নিবার্চন পরিচালনা কমিটির সদস্য মমিনুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন শাহ, এনাগ্রুপের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাকিল আহম্মেদ প্রমুখ।
এ সময় তাহেরপুর পৌরসভার বিভিন্ন এলাকার আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মূহুর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
স/শ