মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শান্তকে ছাড়িয়ে ভারতীয় কিশোরের বিশ্ব রেকর্ড

Paris
অক্টোবর ১, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল শান্তকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তারকা বৈভব সুরিয়াবংশী। ভারত ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার প্রথম টেস্টে এই রেকর্ড গড়েন সুরিয়াবংশী।

অনূর্ধ্ব-১৯ দলের টেস্টে বিধ্বংসী এক ইনিংসই খেলেছেন সুরিয়াবংশী। ৫৮ বলেই করেছেন ১০০ রান। মাত্র ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেলেন এই ভারতীয় কিশোর। পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সে এটাই সেঞ্চুরির নতুন বিশ্বরেকর্ড।

তার আগে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড ছিল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দখলে। তিনি ২০১৩ সালে ১৪ বছর ২৪১ দিনে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

আজ সেঞ্চুরি করে নাজমুল শান্তকে টপকে গেলেন ভারতীয় তরুণ বৈভব সুরিয়াবংশী। শেষ পর্যন্ত ৬২ বলে ১০৪ রানে আউট হয়েছেন তিনি। আগের দিন ৪৭ বলে ৮১ রান করে দিন শেষ করেছিলেন। আজ ৫৮ বলে পূরণ করেন সেঞ্চুরি। ১৪ চার আর ৪ ছক্কায় সাজানো ছিল তার এই ঝড়ো ইনিংসটি।

এর আগে ২০০৫ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন মঈন আলী।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা