সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শতশত মানুষের মধ্যে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা

Paris
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

 নাটোর প্রতিনিধি :

নাটোর রেলওয়ে প্ল্যাটফর্মে  শত শত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। অজ্ঞাত এক ব্যক্তি প্ল্যাটফর্মের ১নং ও ২ নং রেল লাইনের মাঝ পথে দাঁড়িয়ে ছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করছিলো।

এসময় হঠাৎ করেই ওই অজ্ঞাত ব্যক্তি রেল লাইনের ওপর মাথা রেখে শুইয়ে পড়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি বেশ কিছু সময় ধরে প্ল্যাটফর্মে ১নং ও ২ নং রেল লাইনের মাঝ পথে দিয়ে হাঁটাহাটি করছিলেন।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ১নং প্ল্যাটফর্মে লাইনে প্রবেশ করার ঠিক আগের মুহুর্তে লাইনের ওপর মাথা রেখে শুইয়ে পড়েন। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়।

নাটোর স্টেশনে কর্তব্যরত স্টেশন মাষ্টার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি লাইনের ওপর থেকে সরিয়ে প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - রাজশাহীর খবর