- 2Shares
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদের মরদেহ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আইনি প্রক্রিয়ায় স্বজনরা মরদেহ গ্রহণ করেন।
‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে গ্রেপ্তার মুশতাক গত বছরের মে মাস থেকে কারাবন্দি ছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। এদিকে মৃত্যু নিয়ে স্বজনরা গণ্যমাধ্যমের সঙ্গে কথা বলতে না চাইলেও তার সহকর্মীরা করেছেন নানা অভিযোগ।
এদিকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় আগামী ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শাহবাগে সমাবেশ ও অবরোধ শেষে এ কর্মসূচি দেয়া হয়।
সুত্রঃ কালের কণ্ঠ