মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি 

Paris
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আইপিএস চুরির ঘটনায় কক্ষে ঘুমিয়ে থাকার অভিযোগ উঠেছে নৈশ প্রহরীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জানা যায় সোমবার রাতের কোন এক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগের মহিলা ও গর্ভবতী সেবা কক্ষ ৪১ ও  মা ও শিশু  কক্ষ ৪৩ এর জানালার গ্রিল কেটে একটি আই পি এস চুরির ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়  স্বাস্থ্য কর্মকর্তা ডা:একেএম শাহাবুদ্দিন মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে চুরির ঘটনা জানা’র পর ৩ জন নৈশপ্রহরীকে ডেকে প্রত্যেককে একটি করে বাঁশি উপহার দেন।
৩ জন নৈশপ্রহরী থাকা সত্ত্বেও হাসপাতালে চুরি হয় বিষয় টি রহস্য জনক বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী। এদিকে চুরি হওয়ার পর নৈশ প্রহরীদের মাঝে বাঁশি দেওয়ার বিষয়টি হাস্যকর বলে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেন। অভিযোগ আছে নৈশপ্রহরীরা তাদের কর্তব্যের সময় হাসপাতালের অন্য কক্ষে ঘুমিয়ে থাকে।
তবে অভিযোগ অস্বীকার  করে নৈশপ্রহরী শাহাদাত হোসেন বলেন রাত্রিকালীন পাহারার সময় জরুরি বিভাগ ও গ্যারেজের দিকে দায়িত্ব পালন করেছি আউটডোর বিভাগে কোন বৈদ্যুতিক বাল্ব না থাকায় অন্ধকার থাকে  ওই দিকে যাওয়া হয়নি ডিউটি শেষ করে সকালে বাড়ি চলে এসেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার একেএম শাহাবুদ্দিন জানান আইপিএস চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি আউটডোরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - রাজশাহীর খবর