লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাদক মামলার ৭ আসামী জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৩ নভেম্বর ) আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়।
আসামীরা হলেন, উপজেলা চাঁদপুর গ্রামের মো. আহমদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম, মহারাজপুর গ্রামের মো. ফজর উদ্দিনের ছেলে মো: আরিফুল ইসলাম, নমীর উদ্দিনের ছেলে মো. বাবুল প্রাং, মোহরকয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. শামীম হোসেন, নাগশোসা গ্রামের শামসুল হকের ছেলে মো. শাহিনুজ্জামান শাহিন, দক্ষিণ লালপুর গ্রামের মো. মিলন খন্দকারের ছেলে মো. অন্তর খন্দকার ও মো. আজিমউদ্দিনের ছেলে মো. সুমন ইসলাম।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার ৭জন আসামীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
এস/আই