লালপুরে বিনামূল্যে বীজ সার ও সেলাই মেশিন বিতরণ

লালপুর প্রতিনিধি :
২০২২- ২০২৩ অর্থ বছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটরের লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট ও উফশী আউশ ধানের বীজ ও সার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রায় সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ বীজ সার  ও ৮ জন দর্জিকে সেলাই মেশিন বিতরণ করেন নাটোর-১ (লালপুর – বগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার মাহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা,ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, এবি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, আওয়ামী লীগ নেতা রোকোনুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাঘা,  ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, বদিউজ্জামান, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু প্রমূখ।  উল্লেখ একই সময় ৫৫ টি টিআর প্রকল্পের চেক ও বিতরণ করা হয়।