লালপুর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নাশকতার মামলায় বিএনপি’র ৫ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে জেলা দায়রা জজ আদালত। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। গত ২৯ অক্টোবর হরতালের সময় নাশকতার উদ্দেশে মূল সড়কে অবস্থানের অভিযোগে এসব নেতাকর্মীর নামে মামলা করে লালপুর থানা পুলিশ।
ওই মামলায় গত ৯ জানুয়ারি জামিন চেয়ে আবেদন করলে ৬ সপ্তাহের জন্যে জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত। গতকাল আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাবেক মেয়র ও গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম মোলাম, এবি ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবেদ আলী, বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান আরিফ, ও গোপালপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মাফি।