লালপুর (নাটোর) প্রতিনিধি:
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর কারনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় লালপুর উপজেলায় ১৪০ ক্ষতিগ্রস্ত নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী প্রদান করেন নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ।বুধবার (৭জুলাই) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় লালপুর উপজেলার ১৪০ ক্ষতিগ্রস্ত নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী মানবতা খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোখসানা মোর্তোজা লিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস
চেয়ারম্যান পারভীন আক্তার বানু।
এর আগে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুঞ্জিল পুকুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
স/জে