
লালপুর প্রতিনিধি :
পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনের সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৮সেপ্টেম্বর) সকালে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী,সাংবাদিক মোজাম্মেল হক,শাহ আলম সেলিম প্রমুখ। সভা শেষে একটি র্যালি বের করা হয়।