নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাব অব রাজশাহীর আয়োজনে অক্টোবর সেবা পক্ষের শুভ উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট লায়ন মোঃ বদরুদ্দোজা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ বাবু, লায়ন্স মোখলেসুর রহমান শাহ এমজেএফ , লায়ন্স এ,কে মাসুদ, লায়ন্স মোঃ কাওসার আলী , লায়ন্স মামুন অর রশিদ, লায়ন্স মাহমুদ আব্দুল মালেক, লায়ন্স তাসলিমা খাতুন ডালিয়া, লায়ন্স মোঃ মনজুর রহমান খান, লায়ন্স আব্দুর রহিম সজল, লায়ন্স রিফাত জামান, লায়ন্স রাশেদ হোসেন রঞ্জু, লায়ন্স মাহবুবুর রহমান সবুজ, লায়ন্স আনোয়ারুল ইসলাম জয়।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন নিয়োগ ক্লাবের সেক্রেটারি লিও মোঃ রাশেদুজ্জামান শিহাব, লিও খুরশিদা খাতুন, লিও রাকিব হাসান, লিও আশিকুর রহমান, লিও তিতাস কুমার, লিও সাইন আলম সাকিল। আজকের সেবা কার্যক্রমের মধ্যে রয়েছিল নির্ণয় ডায়াবেটিস চেক আপ ব্লাড গ্রুপিং ও ডিজিস কল মানবতায় আমাদের অনুপ্রেরণা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।