নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঘোড়াচত্তর এলাকায় থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতর নাম বেলাল হোসেন (৩২)। তিনি পুঠিয়ার দিঘলকান্দি এলাকার লোকমান আলীর ছেলে।
মঙ্গলবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালত থেকে পরোয়ানাভুক্ত আসামী হোসেন নগরীর ঘোড়াচত্তর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওয়ারেন্টভুক্ত একজন আসামী বলে স্বীকার করে। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।