চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রান পাহাড় টপকে যেতে হাত খুলে মারা ছাড়া উপায় ছিল না খুলনার ব্যাটারদের। আন্দ্রে ফ্লেচার এবং তানজিদের ব্যাটে শুরুটা খারাপ ছিল না। পাওয়ারপ্লেতে আসে ৪৫ রান। এক পর্যায়ে দুজনই প্যাভিলিয়নে ফিরলে বিপদে পড়ে যায় খুলনা টাইগার্স।
তাঁদের মাঝে তানজিদ আউট হলেও ফ্লেচার মাঠ ছাড়েন স্ট্রেচারে শুয়ে!
রেজাউর রহমানের করা সপ্তম ওভারের ঘটনা। প্রথম বলটিই ছিল বাউন্সার। যা গিয়ে লাগে দারুণ খেলতে থাকা ক্যারিবীয় তারকা ফ্লেচারের হেলমেটের নিচে। মাঠে কিছুক্ষণ শুশ্রূষা চলে। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে তাঁকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। মাঠ ছাড়ার আগে ফ্লেচার অপরাজিত ছিলেন ১২ বলে ১৬* রানে।
এর আগে মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯০ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কেনার লুইস এবং উইল জ্যাকসের ব্যাটে তাদের দারুণ শুরু হয়। ২০ বলে ৩৪* রানের ইনিংস খেলেন বেনি হাওয়েল। এ ছাড়া সাব্বির ৩৩ বলে ৩২ আর অধিনায়ক মিরাজ ২৩ বলে ৩০ রান করেন। শেষের দিকে নাঈম ইসলাম খেলেন ৫ বলে ১৫ রানের ক্যামিও।
সূত্রঃ কালের কণ্ঠ