মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রিমান্ড শেষে সাবেক এমপি তাহজীব আলম কারাগারে

Paris
নভেম্বর ১২, ২০২৪ ৬:৪০ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাহজীব আলমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, ‘জিজ্ঞাসাবাদে আসামির কাছে থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা মামলার তদন্ত কাজে সহায়ক হবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।’

এর আগে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর এলাকা থেকে তাহজীব আলমকে গ্রেপ্তার কবে র‌্যাব।

জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যাসহ আরো দুই মামলার আসামি তাহজীবকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে র‌্যাব। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসন থেকে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে পরাজিত হন।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আইন আদালত