নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে নগরীর বিভিন্নস্থানে এ লিফলেট প্রচার বিতরণ করা হয়।
রাজশাহী মহানগরীর কোর্ট বাজার দিগন্ত প্রসারী ক্লাব থেকে শুরু করে কোর্ট স্টেশন বাজার এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাঃ আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বাবু, মেরাজুল আলম, রকিবুল হাসান, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল মোমিন, সাবেক ছাত্রনেতা ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন আনার, শাহীন আশরাফ শাহীন, শহিদুল ইসলাম বিপুল( ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ), মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, এ্যাড. শামীম আক্তার হৃদয়, এ্যাড. শিবলী, সাঈদ, আনোয়ার, কুতুব, বাচ্চু, নিলুফা ইয়াসমিন নিলু, এবাদুল হক বাবু, সুজন, সেন্টু, সুইট, আরিফ, মাহফুজ, খালেদ মোশাররফ,, বাদশা, কাজল,শরিফুল ইসলাম, রফিক, রনি, দীপন, আতিক, জয়, কাইয়ুম, জেনিথ, সৈকত, শিমুল, দিনার, সাগর, সবুজ, নাইম, আকাশ, বিজয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রনেতা সৌমিত্র রানা সহ শতাধিক সাবেক ছাত্রলীগের বিভিন্ন স্তরের ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের অভিভাবক প্রিয় জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে সাবেক ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আগামীকাল বিকাল সাড়ে ৪টায় সাহেব বাজার আর.ডি.এ মার্কেট এর পাশে সাহেব বাজার বড় জামে মসজিদ এর সামনে উপস্থিত থেকে জনসংযোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন।