বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

রাশিয়ান সালাদ রেসিপি

Paris
নভেম্বর ৬, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

“রাশিয়ান সালাদ” রেসিপি

উপকরণঃ
১.পছন্দ অনুযায়ী ফল ছোট কিউব করে কাটা ২ কাপ (যেমন আপেল, আঙুর, আম, নাশপাতি, পেঁপে, খোসা ছাড়ানো কমলা,আনারস)
২.সেদ্ধ আলু ছোট কিউব করে কাটা ১/৪ কাপ
৩.শশা, ক্যাপসিকাম, সেদ্ধ গাজর ছোট কিউব করে কাটা ১/২ কাপ
৪.মটরশুঁটি সেদ্ধ (ইচ্ছে,আমি দেই নি) ১/৪ কাপ
৫.টক দই ২ টেবিল চামচ
৬.মেয়োনিজ আধা কাপ (স্বাস্থ্যসম্মত করতে চাইলে মেয়োনিজ এর পরিবর্তে শুধু টক দই দিয়ে করতে পারেন,তবে সেক্ষেত্রে আসল রাশিয়ান সালাদের স্বাদ আসবেনা)
৭.ফ্রেশ ক্রীম ২ টেবিল চামচ
৮.সাদা গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
৯.লবন সামান্য
১০.চিনি সামান্য (শুধুমাত্র অন্য উপকরণের স্বাদের ব্যালেন্স এর জন্য চিনি ব্যবহার করা হয়,চাইলে স্কিপ করতে পারেন)

প্রণালীঃ
একটা পাত্রে ফল ও সবজি বাদে বাকি সব উপকরণগুলো মিশিয়ে সালাদ ড্রেসিং তৈরী করুন।
ঠিক পরিবেশনের ৩০ মিনিট আগে ফল, সবজি ও সালাদ ড্রেসিং একসাথে ভাল করে মিশিয়ে নিন।
৩০ মিনিট ফিজে রেখে একটু ঠান্ডা করে পরিবেশন করুন।