রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবি বাঙলা মূকাভিনয় কর্মশালা

Paris
নভেম্বর ৬, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘বাঙলা মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফ্লোরে শুক্রবার থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজন করা হয়।

এই কর্মশালার কোর্স পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন কাজী মশহুরুল হুদা, প্রধান প্রশিক্ষক মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন, কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস ও নৃত্যশিল্পী আল মাসুম সবুজ।

তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালার ছয়টি সেশনে আলোচনা ও চর্চা হয়- মূকাভিনয়ের তত্ত্বীয় জ্ঞান, মৌলিক অনুশীলন, স্টাইল ও টেকনিক, ট্র্যাডিশনাল মাইম, বাঙলা মূকাভিনয়, ভাব-রস, তাল-লয়-ছন্দ, মাইম স্ক্রিপ্ট, শিল্পের সৌন্দর্য, নন্দনতত্ত্ব, গল্পের বুনন ও নির্মাণ কৌশল।”

রাজশাহী বিভাগের বিভিন্ন নাট্যদলের বাছাই করা ১৬ জন নাট্যকর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই আয়োজনে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার।কর্মশালায় সমন্বয়কারী দল হিসেবে রয়েছে মূকাভিনয় এবং সহযোগিতায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।’’

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক কাজী মশহুরুল হুদা দেশব্যাপী শুদ্ধ সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও আবহমান বাঙলা সংস্কৃতির নীরিখে বাঙলা মূকাভিনয় চর্চার জোরদার করার প্রতি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতোমধ্যে ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে কর্মশালা সম্পন্ন করেছে।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর