রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রোফেশনাল ডেভেলপমেন্ট ফোরামের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তাপস কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আইয়ুব আলি।
গত ২০ মার্চ ক্লাবের বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনের ৫ দিন পর ২৫ মার্চ নতুন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেছেন সাবেক সভাপতি আবেদুর রহমান এলিট ও সাধারণ সম্পাদক ফারহান ইবনে শহীদুল্লাহ্। এসময় প্রথম এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যগণ এবং নবগঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাশরুফ আলম, সহ সভাপতি আলতাফ হোসেন নিলয় এবং সহ সভাপতি অভিজিৎ পাল। সহকারী সাধারণ সম্পাদক মাহবুব শাওন।
এছাড়া কার্যনির্বাহী কমিটিতে ১০টি উইং এ মোট ১২ জন সেক্রেটারি এবং ৬ জন সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বনামধন্য ক্লাব Rajshahi University Professional Development Forum ক্লাবটির যাত্রা শুরু হয় সেপ্টেম্বর ২০২৩ হতে। সেই থেকে আজ পর্যন্ত এই স্বল্প সময়ে প্রায় ৭টি বড় প্রোগ্রামের আয়োজন করে ক্লাবটি।