সোমবার , ৮ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির বাসের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী স্কুলছাত্র নিহত

Paris
আগস্ট ৮, ২০১৬ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। তার নাম শিমুল হোসেন (১৫)।

 

এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছে। বিকেল সোয়া পাঁচটার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী শিমুল হোসেন (১৪) নগরীর মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। তিনি নগরীর মির্জাপুর পূর্বপাড়ার বাবলুর ছেলে।

 

আহত মোটরসাইকেল চালক ঈশা খান (২৫) একই এলাকার গাজিউল ইসলামের ছেলে ও নগরীর মসিজদ মিশন স্কুলের নবম শ্রেণির ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোহা. মাইনুল হক জানান, বিকেল ৫টা ১০ মিনিটের কোর্ট রুটের বিশ্ববিদ্যালয়ের বাসটি (রাজ মেট্রো স-১১-০০০৩) তালাইমারী মোড় হয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে মোটরসাইকেল ঘোড়াতে গিয়ে বাসের পিছনের চাকায় ধাক্কা লেগে আরোহী এক কিশোর নিহত হন।
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, বিকেলে শিমুল ও ঈশা মোটরসাইকেলে বাজারে যাচ্ছিল। এ সময় তালাইমারী এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে পাশ থেকে ধাক্কা দেয়। এতে দুইজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।

 

এতে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ঈশাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিমুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মতিহার থানার ওসি হুমায়ন কবির সিল্কসিটি নিউজকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর